বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬

ঝিনাইদহে প্রতিবন্ধী দিবসে শোভাযাত্রা ও হুইলচেয়ার বিতরণ

ঝিনাইদহ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): "প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" এ প্রতিপাদ্যে জেলায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ দিবসে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।

সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। 

এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস বলেন, বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। 

তারা আমাদের সন্তান, তারা সমাজের বোঝা নয়। আমরা তাদেরকে সাথে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

পরে দিবস উপলক্ষে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।