বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া/ ছবি : বাসস

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জে দোয়া মাহফিল 

সুনামগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনায় সুনামগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পৌর শহরের পুরাতন বাসস্টেশনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর) আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগ এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল বাছির। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরনুর আলী, জুনেদ আহমদ, নজরুল ইসলাম, আতম মিছবাহ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজলা সদর সংলগ্ন বীরনগর মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ৬০ জন হাফেজ পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করেন। মাহফিলের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। 

তিনি বলেন, গোটা জাতি আজ বেগম খালেদা জিয়ায় সুস্থতা কামনা করে দোয়া করছে। সারা দেশ নেত্রীকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই দেশকে, এই জাতিকে পথ নির্দেশনা দেন। 

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির।