শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ হাসান রিয়াদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হাসান রিয়াদ একই উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হাসান রিয়াদ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।