বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬

নির্বাচিত হলে পার্বত্য এলাকাকে সম্প্রীতির জেলায় পরিণত করবো : দীপেন দেওয়ান

রাঙ্গামাটিতে বিএনপির যৌথ আয়োজনে সোমবার কুরকটি বাজার মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১ ডিসেম্বর ২০২৫ (বাসস): রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে পার্বত্য এলাকাকে সম্প্রীতির জেলায় পরিণত করবো। ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট করেছে বলে জনগণ তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। বিএনপি ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি অঞ্চলে উন্নয়ন করা হবে।

বরকল উপজেলাধীন সুভলং ও বরকল ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে কুরকটি বাজার মাঠে আজ সোমবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২ নং বরকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল(অব.) মণীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল,যুগ্ম সম্পাদক মজিবুল হল, উপজাতি বিষয়ক সম্পাদক রনেল দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, ২নং বরকল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার শিবলী চাকমা প্রমুখ।

দীপেন দেওয়ান বলেন, বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে আমি ডিএফও এবং সিএফ এর সাথে কথা বলেছি। বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা সরকারের নিকট থেকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করবেন, যাতে তাৎক্ষণিকভাবে উপযুক্ত ক্ষতিপূরণ পান। 

মতবিনিময় শেষে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন।