শিরোনাম

পঞ্চগড়, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের সাময়িক বিশ্রামের জন্য উদ্বোধন করা হয়েছে ‘স্বস্তি চত্বর’।
গতকাল রোববার বিকেলে ফিতা কেটে এর উদ্বোধন করেন পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক। একইদিনে নবনির্মিত আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ও উদ্বোধন করেন তিনি।
স্বস্তি চত্বরের মাধ্যমে জেলার দূরদূরান্ত থেকে আদালতে আসা বিচার প্রার্থীরা সাময়িক সময় বসে বিশ্রামের সুযোগ পাবেন ও তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে পারিবারিক আপিল আদালতের বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ উপস্থিত ছিলেন। এছাড়া পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, আদালত সমূহের অতিরিক্ত ও সহকারী পিপিগণ, আইনজীবীবৃন্দ ও আইনজীবী সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী বলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তারই নামকরণে নির্মিত আজকের এই স্বস্তি চত্বর। সকলেই এর সুফল পাবেন ইনশাআল্লাহ।
পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, পঞ্চগড় আদালতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। উনারা আদালতে এসে নানা কাজ শেষে কোথায় বসবেন এমন স্থানের স্বল্পতা ছিল। মানুষকে স্বাচ্ছন্দে বসতে দেয়া আল্লাহ তা’আলার বড় নেয়ামত। সেই চিন্তা থেকেই এই স্বস্তি চত্বর।