শিরোনাম

পঞ্চগড়, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অসহায়, দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পঞ্চগড়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ।
গতকাল রোববার রাতে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে জেলা পুলিশের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ রাতে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার রবিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল, সেকেন্ড অফিসার কাইয়ূম আলী, পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জাহিদ হাসান প্রমুখ।
পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। এরই ধারাবাহিকতায় শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের শীতার্ত মানুষজনের দুর্ভোগ লাঘবে আমরা এগিয়ে এসেছি। আমাদের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।