শিরোনাম

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : সামরিক প্রশিক্ষণভিত্তিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর মোহাম্মদ ইব্রাহিম ঢাকায় অনুষ্ঠিতব্য ‘ডিএসসিএসসি কোর্স-২০২৬’-এ অংশ নিবেন।
এ উপলক্ষ্যে আজ মালেতে বাংলাদেশ দূতাবাসে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেজর মোহাম্মদ ইব্রাহিম। দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করে।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম সাক্ষাৎকালে মেজর ইব্রাহিমকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমএনডিএফ কর্মকর্তাদের অংশগ্রহণ দুই দেশের টেকসই প্রতিরক্ষা সহযোগিতার অনন্য নিদর্শন। এই প্রতিরক্ষা কূটনীতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি উভয় দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।
হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশিক্ষণকালে মেজর ইব্রাহিম শুধু পেশাগত দক্ষতাই অর্জন করবেন না, বরং বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ঐতিহ্যও কাছ থেকে অনুভব করবেন, যা দুই দেশের জনগণের বন্ধনকে আরও গভীর করবে।
ড. নাজমুল ইসলাম জোর দিয়ে বলেন, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ প্রতিকার সক্ষমতা, দক্ষতা উন্নয়ন এবং সামরিক প্রশিক্ষণ বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হচ্ছে। এমনকি জলবায়ু সহনশীলতা, মানবিক সহায়তা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশ ও মালদ্বীপ ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।
বৈঠকে হাইকমিশনার মেজর মোহাম্মদ ইব্রাহিমের বাংলাদেশে প্রশিক্ষণ যাত্রার সফলতা কামনা করেন। একইসঙ্গে সম্প্রতি ডিএসসিএসসি-২০২৫ কোর্স কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করা মালদ্বীপের কর্মকর্তা মেজর আবদুল্লাহ শানীজের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, মেজর শানীজের অর্জন এমএনডিএফ-এর পেশাদারিত্ব ও নিষ্ঠার উজ্জ্বল প্রতিচ্ছবি।