বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৪০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে বিএনপির দোয়া মাহফিল

ছবি : বাসস

সিলেট, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীসহ সকল গুম হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি নুরুল মোমিন খোকন, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান মঞ্জু, শুয়াইব আহমদ, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, জাকির মজুমদার, বেলায়েত হোসেন মোহন, মোহাম্মদ ফয়েজ মুরাদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আল-আমিন, ইমরান আলী প্রমুখ।