বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১০:২৯
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩১

সিলেটে বক্তব্য দেবেন তারেক রহমান : কানায় কানায় পূর্ণ আলিয়া মাঠ

ছবি : বাসস

সিলেট, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেটে প্রথম নির্বাচনী জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে চলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় সভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠ ও এর আশপাশের এলাকায় এখন জনতার ঢল নেমেছে। জনসভা শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। কেউ ব্যানার-ফেস্টুন হাতে, আবার কেউ দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

সমাবেশ নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা মাঠজুড়ে কাজ করছেন। জনাকীর্ণ এই এলাকায় মানুষের যাতায়াত সহজ করতে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, এই জনসভার মাধ্যমেই সিলেট জেলার ৬টি এবং সুনামগঞ্জ জেলার ৫টি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সাথে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। 

জনসভা স্থলে উপস্থিত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের জন্য মঞ্চের সব প্রস্তুতি শেষ। সকাল থেকেই মানুষের ঢল নামছে। এমন ভিড় অনেক দিন পর দেখছি।’

সিলেটের জনসভা শেষে দুপুরে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। এরপর ঢাকা ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরও একটি নির্বাচনী জনসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।