শিরোনাম

খুলনা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার দাকোপ উপজেলায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সদরের বারইখালী এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লাল তীর সীডের খুলনা বিভাগীয় প্রধান ব্যবস্থাপক মো. জুন্নুন রহমান ও দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা।
আলোচনা করেন উপ-সহকারী কৃষি অফিসার রীনা আকতার, প্রতিষ্ঠানের রিজিওনাল ম্যানেজার ফখরউদ্দিন আহমেদ সুমন, পিডিএস অফিসার আতিকুর রহমান, কৃষক দীনবন্ধু মণ্ডল, নজরুল ইসলাম ও কৃপা সিন্দু রায়।
মাঠ দিবসে লাল তীরের আবিস্কার লবন সহিষ্ণু আমন হাইব্রিড গোল্ডেন ১২৫ ও গোল্ডেন ১ চাষে সফলতার কথা তুলে ধরেন কৃষক দীনবন্ধু মণ্ডল।
তিনি বলেন, এ বছর চাষ করে শতকে ১ মণ হারে পাওয়া এই ধান রোপণের ১২০ দিনের মধ্যে ফসল ঘরে তুলেছি। এছাড়া নতুন এই জাতে অপেক্ষাকৃত কম সার ও ওষুধ এবং পরিচর্যায় ভালো ফলন হয়েছে। আলোচনা শেষে অতিথিরা ফসলের মাঠ ঘুরে দেখেন।