বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৬
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৯:২৭

রাজধানীর তেজগাঁও কড়াইল বস্তিতে আগুন

প্রতীকী ছবি

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আজ সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ১৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।