বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৫

খুলনায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সুরক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি

ছবি : বাসস

খুলনা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার কয়রা উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভিবাসনের শিকার জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্তি বিষয়ে মিডিয়া অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।

ডিআরআর অ্যান্ড সিসিএ প্রকল্পের উদ্যোগ ও কারিতাস জার্মানি ও বিএমজেড এর আর্থিক সহায়তায় গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ অ্যাডভোকেসির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাও. মিজানুর রহমান, জেলা বিএনপি'র সদস্য সাবেক ছাত্রদল নেতা এম এ হাসান, ডিআরআর-সিসিএ প্রকল্পের মিল কো-অর্ডিনেটর মো. ইব্রাহিম হোসেন, কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ হারুন অর রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তফা শফিকুল প্রমুখ। 

অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে খরা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাবে দরিদ্র জনগোষ্ঠীর দুরবস্থা বেড়েই চলেছে। এ পরিস্থিতি উত্তরণে সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা বাড়ানো অত্যন্ত জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মে. ইসমাইল হোসেন। 

তিনি বলেন, জলবায়ুজনিত দুর্যোগে মানুষের আয়-জীবিকার ক্ষয়ক্ষতি বাড়ছে, ফলে ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা, শিল্পপ্রতিষ্ঠানে নির্গমন নিয়ন্ত্রণ এবং পরিবেশ-বান্ধব নীতিমালা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা খাদ্য ও পানি নিরাপত্তা, বিদ্যুৎ-সুবিধা, পলিথিন দূষণ নিয়ন্ত্রণ, ঘরবাড়ি নির্মাণে সহায়তা এবং টেকসই জীবিকা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর জোর দেন। পাশাপাশি জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও দুর্যোগ-প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় অংশ নেন, ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।