শিরোনাম
চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের থেকে ১৮ শতাংশ কমে এবারের পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছর ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। আর গত বছরের চেয়ে প্রায় ৪ হাজার কমে এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১০ হাজার ২৬৯ জন। পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ সব তথ্য জানান।
তিনি বলেন, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছেলেদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ এবং মেয়েদের ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫ দশমিক ৩০ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৭ দশমিক ০৮ শতাংশ। গতবারের তুলনায় এবারে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।
চট্টগ্রাম নগরে পাসের হার ৭০ দশমিক ৯০ শতাংশ, জেলার পাসের হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ।
তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ শতাংশ এবং বান্দরবানে ৩৬ দশমিক ৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫ দশমিক ৩৯ শতাংশ।
এর আগে সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের পর স্থগিত কিছু পরীক্ষা পরবর্তীতে সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।