শিরোনাম
সুনামগঞ্জ, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতারা।
বুধবার এ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক। এ সময় জেলা, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে নেতারা পূজামণ্ডপগুলোতে যান।
এ সময় মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।