বাসস
  ০২ অক্টোবর ২০২৫, ১১:১৮

ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের

ছবি : বাসস

জামালপুর, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিমের তত্ত্বাবধানে বুধবার এ কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহানী বিপুল এবং ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার।

পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে তারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে খবরটি প্রকাশ করা হয়েছে।