বাসস
  ০১ অক্টোবর ২০২৫, ২১:৪৫

নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা

ছবি : বাসস

নওগাঁ, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : সারাদেশের ন্যায় নওগাঁয়ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারাও সহযোগিতায় এগিয়ে এসেছেন।

এরই ধারাবাহিকতায় কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

তিনি প্রতিটি ইউনিয়নের মণ্ডপে গিয়ে আয়োজক কমিটি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। একইসঙ্গে পূজা আয়োজনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

মণ্ডপ পরিদর্শনের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।