শিরোনাম
মাগুরা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
আজ সোমবার বেলা ১১টায় শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে শোক র্যালিটি শুরু হয়ে ঢাকা রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি একই স্থানে এসে শেষ হয়।
এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলাদলের ৫ ও ৬ নং ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা কালো ব্যানার, কালো পতাকা ও শহীদদের ছবি সম্বলিত পোস্টার বহন করেন।
দোয়া মাহফিল শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, মেহেদী হাসান রাব্বি, ফরহাদ হোসেনসহ যারা এই স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, তারা গণতন্ত্রের বাতিঘর। তাদের রক্ত বৃথা যেতে পারে না।
গত বছরের ৪ আগস্ট জেলায় পুলিশের গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন।
স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, আগস্ট মাসব্যাপী শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।