বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ১২:২৭

রংপুরের কাউনিয়ায় দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু, আহত ১৩

রংপুর, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় সারের নতুন দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

গতকাল রবিবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন; পীরগাছা উপজেলার জোবেদ আলীর পুত্র শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাহাবাজ বাজারে নজর আলী নামে এক ব্যক্তি নতুন একটি সারের দোকান চালু করেন। সে উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে যে প্যান্ডেল সাজানো হয়, সেখানে একটি বাঁশ বিদ্যুৎতায়িত হয়ে বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। কেন এমন ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।