বাসস
  ২৮ জুলাই ২০২৫, ১৪:৩৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা

সোমবার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

এ সময় তিনি বলেন, বাজেটের ১৬ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া যাবে ১৬ কোটি ৪ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয় থেকে সংস্থান করা হবে ৩০ লাখ টাকা।

গত ২০২৪-২০২৫ অর্থবছরে বাজেট ছিল ১৫ কোটি টাকা। নতুন অর্থবছরে ১ কোটি ৩৪ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এ বছর বাজেট বৃদ্ধির হার ৮.৯৩ শতাংশ। 

বাজেট ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিপুটি রেজিস্টার বদরুল আমিন, অর্থ বিভাগের হিসাব রক্ষক মোবারক খানসহ কর্মকর্তারা।