শিরোনাম
নোয়াখালী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে নোয়াখালীতে আজ সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ও জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।
এ কর্মসূচির উদ্বোধনকালে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অসম সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।
সিভিল সার্জন ড. মরিয়ম সিমি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠ অর্জন। আমরা অন্যায়ের কাছে মাথা নত না করার যে স্বভাব সেটি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারও ফুটে উঠেছে।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করেছেন।
এ সময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুদ্দিন মাহামুদ চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাঈমা নুসরাত জাবীন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।