শিরোনাম
পটুয়াখালী, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে জেলার কলাপাড়া উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেঁয়াঘাট সড়কে কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।
এ সময় ইয়াসীন সাদেক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। এ জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর যৌথ আয়োজনে এ কর্মসূচি শুরু হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি।
এছাড়া বক্তব্য দেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর কার্যকরী সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী নিয়াজ মোর্শেদ, তানজিল জামান জয়, ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ।