বাসস
  ২৮ জুলাই ২০২৫, ১৩:২৭

জুলাই পুনর্জাগরণে নাটোরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জুলাই পুনর্জাগরণের শহিদদের স্মরণে সোমবার নাটোর আধুনিক সদর হাসপাতাল মিলনায়তনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। ছবি : বাসস

নাটোর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই পুনর্জাগরণে নাটোরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। 

আজ সকাল ১০টার দিকে আধুনিক সদর হাসপাতালের মিলনায়তনে এই কার্যক্রম শুরু হয়।

সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। 

এছাড়া বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হাকিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।

সিভিল সার্জন জানান, দিনব্যাপী পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও প্যাথলজি পরীক্ষা এবং ঔষধ প্রদান করা হচ্ছে। সংগৃহীত রক্ত প্রয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য পাঠানো হবে।