শিরোনাম
ঝিনাইদহ, ২৫ মে, ২০২৫ (বাসস) : আগামী ৩০ মে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথভাবে পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশারফ প্রমুখ।
সভায় আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।