শিরোনাম
লক্ষ্মীপুর, ২৫ মে ২০২৫ (বাসস): জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় ক্যাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম কালাম (৫০) ও লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। আজ সকালে পৃথকভাবে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ভ্যানচালক নজরুল ইসলাম কামাল তার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ক্যাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম কামাল। এসময় আরো একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে একই সময়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হন। রাস্তা-পারাপারের সময় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যান ৪০ বছর বয়সী ওই পথচারী। পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে।
লক্ষ্মীপুর-রামগতি সড়কে নিহত নজরুল ইসলাম কামাল সদর উপজেলার লাহারকান্দির কুমিদপুর এলাকার আবদুর রবের পুত্র । তবে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা বলেন, দুইটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ট্রাক চালকদের ধরতে অভিযান চালানো হচ্ছে।