বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯

পিরোজপুরে রবিশস্য  চাষিদের দুই কোটি টাকার কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে

পিরোজপুর ,১২ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস ):  জেলায় ১৫ হাজার ৬শত ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক  চাষিকে রবিশস্য চাষাবাদে ২ কোটি ২০ হাজার ৬৫০ টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। কৃষি অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং রবিশস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের উৎসাহিত করতে এ কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
 জেলার ৭ উপজেলা ও ৪টি পৌর এলাকার ১৫ হাজার ৬শত ৭০ বিঘা জমি চাষাবাদের চাষিদের এ প্রণোদনা দেয়া হবে। প্রতিজন চষি  ১ বিঘা জমিতে রবিশস্য উৎপাদনের জন্য এ প্রণোদনা নিতে পারবে। গম চাষে ৫শত, ভুট্টা চাষে- ১ হাজার ৮৫০, সরিষা চাষে ৩ হাজার, সূর্যমূখী চাষে ৩ হাজার ৬শত, চীনাবাদাম চাষে ১২০, মুগ চাষে ৫হাজার ২০০, সয়াবিন চাষে ৩শত, মসুর চাষে ৪শত এবং খেসারী চাষে ৭শত জন এ প্রণোদনা পাবে। প্রতিজন রবিশস্য চাষিকে গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি প্রণোদনা দেয়া হবে। ১ হাজার ৮শত ৫০ জন ভুট্টা চাষির প্রত্যেককে ২ কেজি বীজ, ডিএপি ২০ কেজি এবং এমওপি ১০ কেজি, ৩ হাজার সরিষা চাষিকে ১ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি, ৩ হাজার ৬শত জন সূর্যমূখী চাষিকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি, ১২০ জন চীনাবাদাম চাষিকে ১০ কেজি বীজ, এমওপি ৫ কেজি, ডিএপি ১০ কেজি, ৩শত জন সয়াবিন চাষিকে বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি, ৫ হাজার ২শত জন মুগ চাষিকে বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ৫ কেজি, ৪শত জন মসুর চাষিকে বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ৫ কেজি এবং ৭শত জন খেসারী চাষিকে বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি বিনামূল্যে প্রণোদনা দেয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর জেলার উপ-পরিচালকের কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় বাসসকে জানান সরকারের এ প্রণোদনা প্রদানের ফলে চাষিরা এসব রবিশস্য চাষাবাদে উৎসাহী হচ্ছে এবং এর ফলে প্রতিবছর রবিশস্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু জানান ,জেলা শহর পিরোজপুরসহ জেলার বিভিন্ন স্থানের হাট-বাজারে প্রচুর পরিমাণে শাক-সবজির সরবরাহ প্রমাণ করে যে অতীতের তুলনায় বর্তমানে প্রান্তিক চাষিরা রবিশস্যসহ সব ধরনের চাষাবাদে আকৃষ্ট হচ্ছে। যে কারণে বাজারে সবজির কোন ঘাটতি নেই। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়