বাসস
  ০৭ মে ২০২৪, ১০:২২

শরীয়তপুরে বজ্রপাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু

শরীয়তপুর, ৭ মে, ২০২৪ (বাসস) : জেলার জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন জন মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় দীর্ঘ তাপদাহের পরে বৃষ্টিসহ ঝড়োবৃষ্টির সময় কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃত্যুবরণকারীরা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (৩০), নীলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার গুণগ্রামের তহিবুর হোসেন এর ছেলে আব্দুল হান্নান (২৭) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৫)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে মায়ের খোঁজ করতে গিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকার আহমেদ মাঝিকান্দি গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (৩০) বজ্রপাতে মৃত্যুবরণ করে। বিষয়টি পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম নিশ্চিত করেছেন।
এদিকে একই উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বেপারী বেপারী জানান, কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচরের একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করতে গিয়ে নিলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার আব্দুল হান্নান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এছাড়াও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে স্বামী নেছার উদ্দিন মাঝির জন্য সয়াবিন ক্ষেতে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম নামে এক নারীর মৃত্যু হয়। চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়