বাসস
  ০৮ মে ২০২৪, ১৪:২৭

রাঙ্গামাটির চারটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

রাঙ্গামাটি, ৮ মে, ২০২৪ (বাসস):  রাঙ্গামাটি সদর উপজেলাসহ ৪টি উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ৮ টা থেকে ৪টি উপজেলার ৯২টি ভোট কেন্দ্রে  এ ভোট গ্রহণ শুরু হয়।
রাঙ্গামাটির চারটি  উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৩টি পদে ১৪ জন, কাউখালী উপজেলায় ৫ জন, জুরাছড়ি উপজেলায় ৭জন ও বরকল উপজেলায় ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে।
এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব মোতায়েন রয়েছে।
রাঙ্গামাটি সদর উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লক্ষ ১ হাজার ৫৭ জন,  কাউখালী উপজেলায় মোট ভোটার হচ্ছে ৫০ হাজার ৭৩৬ জন, জুরাছড়ি উপজেলায় ২০ হাজার ৩০ জন, বরকল উপজেলায় ৩৯ হাজার ১৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়