বাসস
  ০৮ মে ২০২৪, ১৪:৩৯

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েও গর্বিত এনরিকে

প্যারিস, ৮ মে, ২০২৪ (বাসস/এএফপি) : বরুসিয়া ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পরাজিত হয়ে বিদায় নেয়া সত্ত্বেও দলের পারফরমেন্সে গর্বিত পিএসজি কোচ লুইস এনরিকে। যদিও এই পরাজয়কে তিনি ‘অন্যায়’ হিসেবে মন্তব্য করেছেন।
গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে পরাজয়ের পর দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে ডর্টমুন্ড ফাইনাল নিশ্চিত করেছে। ২০১৫ সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেয়া কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আমি খুবই হতাশ, এখন আমি আর কোথাও নেই। নিজেদের মূল লক্ষ্য পূরণে আমরা ব্যর্থ হয়েছি।’
গতকালকের ম্যাচে পিএসজির চারবার শট পোস্টে লাগালে হতাশ হতে হয় স্বাগতিক সমর্থকদের। জার্মানীতে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতেও পরপর দুটি শট পোস্টে লেগেছিল পিএসজির।
এনরিকে বলেন, ‘আমি মনে করিনা যে এই ম্যাচে আমরা বাজে খেলেছি। ছয়বার আমাদের শট বারে লেগেছে। ফুটবলে মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনা ঘটে যা খুবই অন্যায়। ৩১টি শট টার্গেটে করলেও এর থেকে একটি গোলও আদায় করতে পারিনি। এই লড়াইয়ে ফুটবল আমাদের সাথে অন্যায় করেছে। আমাদের এটা মেনে নিতে হবে। ডর্টমুন্ডকে অভিনন্দন জানাচ্ছি ফাইনালে খেলার জন্য। দ্রুত আমাদের এই হতাশা থেকে বেরিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘এই দল নিয়ে আমি দারুন গর্বিত, এতে কোন সন্দেহ নেই। কোচ হিসেবে এই পরাজয়ের প্রথম দায়ভার আমার। কিন্তু তারপরও দলের মানসিকতায় আমি খুশী।’
ইতিহাসে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার স্বপ্নে বিভোর ছিল পিএসজি। একইসাথে প্রথমবারের মত ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সেরা ট্রফিটিও হাতে তুলে নেবার আশা তাদের ছিল। কাতারি মালিকানাধীন ক্লাবটি ইতোমধ্যেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে। আগামী ২৫ মে লিঁওর বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে খেলবে। আর এটাই হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের পিএসজির জার্সি গায়ে সর্বশেস ম্যাচ। মৌসুমের শেষে ক্লাবের সাথে চুক্তি শেষ হবার সাথে সাথে ক্লাব ছাড়ার ঘোষনা দিয়েছেন এমবাপ্পে।
এই মৌসুমের শুরুতে পিএসজির দায়িত্ব নেয়া এনরিকে বলেন, ‘পিএসজিতে আসার আগে আমি একটি লক্ষ্য স্থির  করেছিলাম। প্রতিটি শিরোপার জন্য আমরা যেভাবে ভাল খেলি অন্তত সেই ধারা বজায় রাখা। কাপ ফাইনালের পর মৌসুম যখন শেষ হবে তখন ভেবে দেখবো আমরা কি অর্জন করেছি।’
তিনি আরো বলেন, ‘ম্যাচ শেষে ড্রেসিংরুমে আমি কখনই খেলোয়াড়দের সাথে কোন কথা বলিনা। আজ আমার একটি প্রত্যাশা ছিল। এই ধরনের পরাজয়ে কোন সান্তনা নেই। কিন্তু এটাই জীবন, এটাই খেলা। কিভাবে জেতা যায় সেটা জানা খুবই জরুরী, একইসাথে পরাজয়ের কারনও খুঁজে বের করতে হবে। আমাদের অবশ্যই ডর্টমুন্ডকে অভিনন্দন জানানো উচিৎ ও এই পরাজয়কে মেনে নেয়া উচিৎ।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়