বাসস
  ১২ আগস্ট ২০২৩, ১৩:১৮

জয়পুরহাটে গুণগতমান সম্পন্ন বীজআখের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ শুরু

জয়পুরহাট, ১২ আগস্ট ,২০২৩(বাসস): গুণগতমান সম্পন্ন বীজআখ এর ব্যাবহার শীর্ষক দু'দিন ব্যাপী এক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ আজ শনিবার সকাল ১০টায়  জয়পুরহাট চিনিকলের প্রশিক্ষণ মিলনায়তনে শুরু হয়েছে 
কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তাার প্রকল্পের অধীন আয়োজিত দুদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোঃ শামসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রম গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মোঃ ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন, মোঃ শহিদুল ইসলাম ও জয়পুরহাট চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) মোঃ তারেক ফরহাদ প্রমূখ। আখ চাষে বিমুখ কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। প্রশিক্ষণে জানানো হয় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট জয়পুরহাট উপকেন্দ্রের পক্ষ থেকে ২২৩ টি উন্নত মানের আখচাষ প্রদর্শণী স্পট স্থাপন করা হয়েছে। গুণগতমান সম্পন্ন বীজআখের ব্যবহার করে আখের ফলন বৃদ্ধিসহ কিভাবে লাভবান হওয়া যায় সেই কৌশল বা আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ৬০ জন কৃষক/কৃষাণী অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়