বাসস
  ০৬ আগস্ট ২০২৩, ১৮:২৩

ব্রাহ্মণবাড়িয়ায় এবার পাট উৎপাদনে বাম্পার ফলন

ব্রাহ্মণবাড়িয়া, ৬ আগস্ট, ২০২৩ (বাসস): চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। তবে এবার জেলাজুড়ে পাট উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। 
পাটের ফলন ভাল হওয়ায় হাসি ফুটেছে পাট চাষিদের মুখে। এখন চলছে পাট কাটা, পাট পঁচানো ও শুকানোর কাজ। তবে এবার বাজারে পাটের দরও বেশ ভাল। ফলে পাট চাষিদের মধ্যে আবার নতুন করে বেশি জমিতে পাট চাষ করার আগ্রহ দেখা দিচ্ছে। আগামী মৌসুমে আরও বেশি হেক্টর জমিতে পাট চাষ বাড়বে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানান, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ৪ হাজার ১৮৯ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আবাদ হয়েছে ৪ হাজার ১৯২ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবার ২১৩ হেক্টর বেশি পাট আবাদ হয়েছে। জেলায় বেশি পাট উৎপাদন হয়, নাসিরনগর, সরাইল, নবীনগর, বিজয়নগর ও বাঞ্ছারামপুর উপজেলায়। 
পাট জাতের মধ্যে রয়েছে দেশি, তোষা ও কেনাফ জাতের পাট। তাই চলতি মৌসুমে জেলায় পাটখড়িসহ প্রায় ৬০ কোটি টাকার পাটের আঁশ উৎপাদিত হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসাররণ বিভাগ। 
পাট চাষি নুরুল ইসলাম জানান, এবার পাটের ফলন খুবই ভাল হয়েছে। মূল্যও বেশি পাবো। আশাকরি, আগামি বছর আরও বেশি জমিতে পাট চাষ করবো।  আরেক পাট চাষি হোসেন মিয়া বলেন, কৃষক বিভাগ আমাদের উৎসাহ দিচ্ছে, আমরা যেন পাট চাষ করি। এবার আশা করছি পাট চাষে লাভবান হবো।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, জেলায় এবার পাটের ফলন ভাল হয়েছে। ফলন বাড়াতে কৃষকদের কৃষকদের নিয়মিত অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়