বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৯:১২

চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

চট্টগ্রাম, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় করা মাদক মামলায় দুইজনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আজ রোববার চট্টগ্রাম ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আফরোজ জেসমিন কলি এই রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার উত্তল লাম্বরী গ্রামের মিয়া হোসেনের  ছেলে আব্দুল করিম (৪৩), চট্টগ্রামের পটিয়া  থানার বড়লিয়া মাইজপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আজিজ হারেজ (৪৩)।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে যাত্রী ছাউনির পাশে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে আব্দুল করিম থেকে ১ হাজার পিস ইয়াবা ও আব্দুল আজিজ হারেজের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই মো. মনিরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, দণ্ডিতরা জামিন নিয়ে পালাতক আছেন। রায়ের পর তাদের বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।