বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ২২:৪৯

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান রিমান্ডে

ফাইল ছবি

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোঃ আব্দুল হান্নানের (৪২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার এসআই সামিম হাসান।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হান্নানকে আটক করা হয়।

আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ১২ ডিসেম্বর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোডস্থ ডিআর টাওয়ারের সামনে বিজয়নগর পানির ট্যাংকি অভিমুখী রাস্তায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রী প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, হাদি ও তার সঙ্গী ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুই সন্ত্রাসী মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় তাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। 

সন্ত্রাসীদের ব্যবহৃত মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর বিআরটিএ কর্তৃক যাচাই করে মালিক আব্দুল হান্নানের খোঁজ পায় র‌্যাব-২। 

পরে উল্লেখিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে হান্নানকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়।