বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৫১

চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারী থানা এলকায় অভিযান চালিয়ে দেশীয় এলজি ও কার্তুজসহ মো. জাহিদুল হাসান মুরাদ ওরফে নুর ইসলাম (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় মজুরিপাড়ার ফরিদ মেম্বারের ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আড়াইটায় মজুরিপাড়ার ফরিদ মেম্বারের ভাড়া বাসা থেকে নুর ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া জারুয়ার দিঘীরপাড় ইয়ার মোহাম্মদের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির ঝোপের ভেতর ইটের স্তূপে লুক্কায়িত অবস্থায় একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি ও বন্দুকের ৯ টি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় ৪টি মামলাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।