শিরোনাম

নাটোর, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ সংসদীয় আসন গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
তিনি জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটি, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য। জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেছেন তিনি।
এছাড়া ভীতির সংস্কৃতি থেকে জনগণকে বের করে নিরাপত্তা প্রদানের কথা বলেছেন। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাটোর জেলা সংবাদদাতা ফারাজী আহম্মদ রফিক বাবন।
বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
ফারজানা শারমিন পুতুল : নির্বাচনী এলাকার ভোটারদের জন্য প্রধান নির্বাচনী প্রতিশ্রতি হচ্ছে-তাদের জীবনমানের উন্নয়ন করতে চাই। আগামী প্রজন্ম যেন দক্ষ মানবসম্পদে পরিণত হয়ে গড়ে উঠতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে চাই। এলাকার যুবকরা যেন কর্মক্ষম হয়ে নিজে সাবলম্বী হয়ে উঠে, পরিবারের কল্যাণে কাজ করে, দেশের উন্নয়নে অবদান রাখে, সেই পরিবেশ নিশ্চিত করতে চাই, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।
বিগত সময়ে ভীতির সংস্কৃতি তৈরী করা হয়েছে। প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছে, পুলিশ কাজ করতে পারে না। কাউন্সিলিংয়ের মাধ্যমে জনগণকে এই সংস্কৃতি থেকে বের করে আনতে চাই। প্রশাসনের সঙ্গে জনগণের সংযোগ স্থাপন করে দিতে চাই। এভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
ফারজানা শারমিন পুতুল : নির্বাচনী আচরণবিধি কঠিন কিছু নয়, নমনীয় এবং অনুসরণযোগ্য। এখন পর্যন্ত আমাদের দলের নেতা-কর্মীদের কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেনি, ভবিষ্যতেও করবে না। আমি যেখানেই যাচ্ছি নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সতর্ক থাকছি, নেতা-কর্মীদের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনে অনুরোধ জানিয়ে যাচ্ছি।
বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
ফারজানা শারমিন পুতুল : জুলাই সনদের ব্যাপারে আমাদের দলের অবস্থানই আমার বা আমাদের অবস্থান। জুলাই সনদে আমাদের দলের পক্ষ থেকে প্রদত্ত কিছু ‘নোট অব ডিসেন্ট’ ছাড়া সবকিছুতেই আমরা একমত। আমরা চাই, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক।
বাসস: আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
ফারজানা শারমিন পুতুল : আমার বাবা ফজলুর রহমান পটল এলাকার সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে ব্যাপক কাজ করেছেন, জনগণের সঙ্গে মিশেছেন। আমিও জনগণের পাশে আছি। জনগণ আমাকে ভোট দেবে। বিপুল ভোটের ব্যবধানে আমার শতভাগ জয় নিশ্চিত ইনশাআল্লাহ।
নাটোর-১ আসন দুইটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ১২৫টি ভোট কেন্দ্র। ভোটারের সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে এক লাখ ৮৩ হাজার ৫৯৪ জন পুরুষ, এক লাখ ৮৪ হাজার ৬৮০ জন নারী এবং দুইজন তৃতীয় লিঙ্গের ভোটার।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য আট প্রার্থীরা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহিল বাকী (হাতপাখা), বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির মো. আনছার আলী (কোদাল), গণসংহতি আন্দোলনের মো. সেন্টু আলী (মাথাল), গণঅধিকার পরিষদের মো. মেহেদী হাসান (ট্রাক), স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মো. তাইফুল ইসলাম টিপু (কলস), মোহাম্মদ ইয়াসির আরশাদ (ঘোড়া) এবং মো. মোয়াজ্জেম হোসেন (হরিণ)।