শিরোনাম

দিনাজপুর, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এলাকার দৃশ্যমান উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নান্দনিক বিরল ও বোচাগঞ্জ উপজেলা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনের নানা বিষয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দিনাজপুর জেলা সংবাদদাতা রোস্তম আলী মন্ডল।
বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
সাদিক রিয়াজ পিনাক চৌধুরী : নির্বাচনী প্রতিশ্রতির ক্ষেত্রে এলাকার জনমানুষের নিরাপত্তার বিষয়টি প্রথমে চলে আসে। নিরাপদ জনপদ গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করবো। একইসঙ্গে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। নির্বাচনে জিতলে বিরল স্থলবন্দর এবং বন্ধ হয়ে থাকা সেতাবগঞ্জ চিনিকল চালু করার চেষ্ট করবো।
এছাড়া এ অঞ্চলের চাল-কল শিল্প স্থাপনের সম্ভাবনাকে ব্যবহার করে কর্মসংস্থান তৈরি করতে চাই। এছাড়া উপজেলার পৌর এলাকাকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই।
বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
সাদিক রিয়াজ পিনাক চৌধুরী : নির্বাচনী আচরণবিধি পালনে দলের নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের আইন যথাযথভাবে আমি সহ আমার নেতাকর্মীরা অনুসরণ করে যাচ্ছি। নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত আইন অনুসরণ করে যেতে চাই। তফসিল ঘোষণার পরে আমার এলাকায় নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণ করা হয়েছে।
বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
সাদিক রিয়াজ পিনাক চৌধুরী : পরিষ্কার বিষয় ফ্যাসিষ্টের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাই জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাচ্ছি, পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবো আমরা। তবে গণভোটে ভোট দানে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারণায় সরকারের দায়িত্ব অনেক বেশি। আমরা ভোটারদের হ্যাঁ ভোট, গণভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো। এভাবে নির্বাচনী প্রচারণা করতে চাই।
বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
সাদিক রিয়াজ পিনাক চৌধুরী : ২০০১ সালের নির্বাচনের পরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২০০৮-এ বিএনপির প্রার্থীরা অংশগ্রহণ করেছিল। এর পর আওয়ামী লীগের সাজানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। আমাকে সব সময় মামলা দিয়ে আসামি করা হয়েছে। জেল-জুলম অত্যাচার সহ্য করতে হয়েছে। কিন্তু দল এবং নিজের আদর্শকে ধরে রেখেছি। এবার জনগণ তাদের ভোট প্রদানের স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা আমাকে ভোট দেওয়ার জন্য এবার সুযোগ পেয়েছে। এবারের নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করতে পারবো বলে আশা রাখছি।
দিনাজপুর-২ আসনটি বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে রয়েছে দুটি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন। আসনটিতে মোট ১১৬টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ১১২ জন পুরুষ এবং ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন নারী ভোটার রয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থী হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী। তিনি জেলা বিএনপির অন্যতম সদস্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আফজালুল আনাম, জাতীয় পার্টির এডভোকেট মো. জুলফিকার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকারম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীর তালিকায় রয়েছেন আনোয়ার চৌধুরী জীবন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু।