বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩৬

আগে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেব : লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থী আবু তাহের

অ্যাডভোকেট আবু তাহের। ফাইল ছবি

লালমনিরহাট, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের। ভোটারদের সামনে তুলে ধরছেন সুপরিকল্পিত রূপরেখা। 

টেকসই কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আনাসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন তিনি। 

জনগণের স্বপ্ন ও চাহিদাকে উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে কাজ করার অঙ্গীকারও করছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) লালমনিরহাট জেলা সংবাদদাতা বিপুল ইসলামের সঙ্গে একান্ত আলাপকালে অ্যাডভোকেট আবু তাহের তাঁর নির্বাচনী অঙ্গীকার, নির্বাচনী আচরণবিধি মেনে চলার অবস্থান, গণভোটের তাৎপর্য এবং আসন্ন নির্বাচন ঘিরে নিজের প্রত্যাশা ও মূল্যায়ন তুলে ধরেন।

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

আবু তাহের : এমপি নির্বাচিত হলে সবার আগে এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেবো। বর্তমানে আমাদের হাসপাতালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এটিকে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবো। পাশাপাশি বেকারদের দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। 
এছাড়া এলাকায় মাদক একটি বড় সমস্যা। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের ন্যায্য সার ও ফসলের দাম নিশ্চিত করা, সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন এবং নারী কর্মজীবীদের কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি ও স্থায়ী ক্যাম্পাস উন্নয়ন, মোগলহাট স্থলবন্দর পুনর্গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পাড়ে অব্যবহৃত জমি কাজে লাগানোর চেষ্টা করবো।

বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

আবু তাহের: যে সময় আমি নির্বাচন কমিশনারের কাছ থেকে নির্দেশনা পেয়েছি, সেই সময়ই আমার নেতা-কর্মীদের বলে দিয়েছি—কোনো অবস্থাতেই যেন আমাদের দ্বারা আচরণবিধি লঙ্ঘন না হয়।

বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

আবু তাহের: জুলাই সনদ আমাদের প্রাণের দাবি। আমি চাই জুলাই সনদ বাস্তবায়িত হোক এবং আইনের রূপ লাভ করুক। যেহেতু ভোট ও গণভোট একই দিনে, আমরা আমাদের ভোটারদের বলছি—তারা যেন জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

আবু তাহের: আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর। প্রত্যাশা, এই নির্বাচনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার গঠিত হবে।

লালমনিরহাট-৩ আসনটি সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও লালমনিরহাট পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৬৩ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮০৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। নির্বাচন পরিচালনার জন্য এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৪টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫৯৫টি।

আসনটিতে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জাতীয় পার্টির প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপক কুমার রায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সেক্রেটারি মধুসূদন রায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির শ্রমিক আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম।