শিরোনাম

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ফুটবল ম্যাচে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ভয়াবহ হামলায় ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়।
বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গত রোববার গুয়ানাজুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরের কাছে এই হামলার ঘটনা ঘটে। ছুটির বিকেলে সেখানে বিপুল সংখ্যক পরিবারের উপস্থিতিতে শৌখিন ফুটবল ম্যাচ চলছিল। খেলার শেষ দিকে একদল বন্দুকধারী মাঠে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।
গুয়ানাজুয়াতোর নিরাপত্তা সচিবালয় বুধবার এক বিবৃতিতে জানায়, বেশ কয়েকটি সমন্বিত এবং সুনির্দিষ্ট অভিযানের পর এই তিন জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তবে তদন্তের গোপনীয়তার স্বার্থে গ্রেফতারকৃতদের পরিচয় কিংবা তাদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানায়নি সংস্থাটি।
নিহতদের মধ্যে পাঁচ জন ওই ফুটবল মাঠের নিরাপত্তা প্রহরী ছিলেন। তবে তারা সবাই নিরস্ত্র ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে। কারণ তারা এমন একটি কোম্পানিতে কাজ করতেন, যার সাথে প্রভাবশালী ‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়।
তদন্তকারীরা ধারণা করছেন, হামলাকারীরা ‘সান্তা রোসা ডি লিমা’ কার্টেলের সদস্য।
গুয়ানাজুয়াতো ভিত্তিক এই মাদক চক্রটির সঙ্গে সিজেএনজি-র দীর্ঘদিনের বিরোধ রয়েছে।