বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:০৩
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:১৬

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ‘অত্যাবশ্যক’: স্টারমার

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ব্রিটেন ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নকে ‘অত্যাবশ্যক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। 

বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্টারমার বলেন, ‘চীন বৈশ্বিক পরিসরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। তাই এমন একটি পরিণত সম্পর্ক গড়ে তোলা জরুরি, যেখানে আমরা সহযোগিতার সুযোগগুলো চিহ্নিত করতে পারব, পাশাপাশি যেই্ সব বিষয়ে আমাদের মতভেদ রয়েছে, সেই সব নিয়ে অর্থবহ সংলাপ চালানো সম্ভব হবে।’