বাসস
  ২৩ জুন ২০২৫, ১২:১৪

ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার চালানো এসব হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও মজুদের ঘাঁটি ছিল মূল লক্ষ্য।

জেরুজালেম থেকে এএফপি এই খবর জানায়।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ২০টি ইসরাইলি যুদ্ধবিমান অভিযান চালিয়েছে। এতে ৩০টির বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, হামলা চালানো হয়েছে ‘ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ অবকাঠামোয়’, পাশাপাশি ‘সামরিক স্যাটেলাইট ও রাডার ঘাঁটিগুলোতেও’।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা এক বিশাল বিমান হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। যদিও কিছু কর্মকর্তার মতে, ক্ষয়ক্ষতির মাত্রা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

রোববার ইসরাইল উত্তর-পশ্চিম ইরানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে বলেও জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। দুই চিরশত্রুর মধ্যে সংঘাত এদিন আরও বেড়েছে।

একইদিনে মধ্য ইরানে একটি অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের হামলার পর যেন ‘ধ্বংসযজ্ঞ ও প্রতিশোধের আরেকটি চক্র’ শুরু না হয়। তিনি একে মধ্যপ্রাচ্যের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক মোড়’ হিসেবে আখ্যা দিয়েছেন।