বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫

যুদ্ধ অবসানে ‘সংলাপে’ প্রস্তুত জেলেনস্কি 

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস):  বার্লিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, যুদ্ধ অবসানে তিনি ‘সংলাপের’ জন্য প্রস্তুত রয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের সংশোধনী নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে তিনি কোনো জবাব পাননি।

তবে তিনি বলেন, আমি সব সংকেত গ্রহণ করছি এবং আজ যে সংলাপ শুরু হবে, এর জন্য প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, বার্লিনের এই সম্মেলন গুরুত্বপূর্ণ। আমরা মার্কিনিদের সঙ্গে এবং ইউরোপীয়দের সঙ্গে বৈঠক করছি এবং আজ ও আগামীকাল এই বৈঠকগুলো বার্লিনে হচ্ছে।