শিরোনাম

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্রসৈকতে রোববার দু’জন বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত এবং আরো অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া, সন্দেহভাজন হামলাকারীদের একজন নিহত হয়েছে।
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার বৃহত্তম শহরের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রটিতে আহত ১১ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের একজন নিহত হয়েছে এবং দ্বিতীয়জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
চিলি থেকে আসা ২৫ বছর বয়সি শিক্ষার্থী ক্যামিলো দিয়াজ ঘটনাস্থলে এএফপি’কে বলেন, আমরা গুলির শব্দ শুনেছি। এটা ভয়ংকর ছিল, মনে হচ্ছিল টানা ১০ মিনিট ধরে শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল শক্তিশালী কোনো অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
সিডনির পূর্বাঞ্চলের এই সমুদ্রসৈকত সপ্তাহের শেষ দিন রোববার বিপুলসংখ্যক সার্ফার (যারা সমুদ্রের ঢেউয়ে খেলা করেন), সাঁতারু ও পর্যটকে ভরপুর থাকে। গুলির শব্দ শোনার পর মানুষ আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গুলি চালানোর খবর পেয়ে জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলের আশপাশে পাওয়া বেশ কিছু সন্দেহজনক বস্তু বিশেষজ্ঞ কর্মকর্তারা পরীক্ষা করছেন এবং সেখানে জনসাধারণের সমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে সৈকতে ইহুদি উৎসব হানুকা উপলক্ষ্যে বার্ষিক ‘চানুকাহ বাই দ্য সি’ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে, এ ঘটনায় কোনো ইহুদিবিদ্বেষী উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে কর্মকর্তারা মন্তব্য করেননি।
ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এটিকে ‘ইহুদিদের ওপর নির্মম হামলা’ বলে নিন্দা জানিয়েছেন এবং অস্ট্রেলীয় কর্তৃপক্ষকে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে বলেন, তিনি ব্যক্তিগতভাবে সৈকতে ছয়জনের মৃত বা আহত দেহ পড়ে থাকতে দেখেছেন।
এবিসি টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায়, প্যারামেডিকরা সৈকতের ঘাসের ওপর পড়ে থাকা বহু আহত ব্যক্তিকে সেবা দিচ্ছেন।