বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩

ডিআর কঙ্গোতে এম২৩’র অগ্রযাত্রা অব্যাহত, রুয়ান্ডার বিরুদ্ধে পদক্ষেপের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী শনিবারও অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। 

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি লঙ্ঘন করায় এম২৩-এর রুয়ান্ডা-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শীর্ষ মার্কিন কূটনীতিক মার্কো রুবিও শনিবার বলেছেন, গত সপ্তাহে ওয়াশিংটনে ডিআর কঙ্গোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি রুয়ান্ডা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এটি ছিল খনিজসমৃদ্ধ কঙ্গোর পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে তোলা তিন দশকব্যাপী সংঘাত অবসানের সর্বশেষ প্রচেষ্টা।

গত ৪ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তিটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটি অলৌকিক ঘটনা’ আখ্যায়িত করেছিলেন। মাত্র কয়েক দিন পরই রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বুরুন্ডি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ সীমান্ত শহর উভিরা দখল করে নেয়, যা সংঘাতটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে।

কয়েক লাখ মানুষের শহর উভিরা দখলের মাধ্যমে এম২৩ বুরুন্ডির সঙ্গে স্থলসীমান্তের নিয়ন্ত্রণ নেয় এবং প্রতিবেশী দেশটির কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার পথ কার্যত বন্ধ করে দেয় ডিআর কঙ্গোর জন্য।

‘পূর্ব ডিআর কঙ্গোতে রুয়ান্ডার কার্যক্রম প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত ওয়াশিংটন চুক্তির স্পষ্ট লঙ্ঘন, এবং প্রেসিডেন্টকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে’, বিস্তারিত না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প বারবার ডিআর কঙ্গোর সংঘাতকে এমন কয়েকটি যুদ্ধের একটি হিসেবে উল্লেখ করেছেন, যেগুলো তিনি অবসানে সহায়তা করেছেন বলে দাবি করেন।

তবে, গত বুধবার উভিরা দখলের পর এম২৩ পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে এবং বুরুন্ডিয়ান সেনাদের প্রত্যাহারের পর শনিবার কোনো প্রতিরোধ ছাড়াই ইতোম্বওয়ে সেক্টরের প্রশাসনিক কেন্দ্র কিপুপু দখল করে নেয়।

তানজানিয়া হ্রদের ওপারে বুরুন্ডির অর্থনৈতিক রাজধানী বুজুমবুরার মুখোমুখি অবস্থান করায়, উভিরার পতন নিয়ে বুরুন্ডি দীর্ঘদিন ধরেই শঙ্কিত ছিল এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ডিআর কঙ্গো সরকারকে সহায়তা দিতে হাজার হাজার সেনা মোতায়েন করেছিল।

উভিরা দখল দক্ষিণ কিভু প্রদেশে ডিসেম্বরের শুরুতে শুরু হওয়া একটি অভিযানের অংশ। এর আগে চলতি বছর এম২৩ খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের অন্যান্য বড় শহর গোমা ও বুকাভু দখল করেছিল।

কিপুপুর দক্ষিণে, উভিরা থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণে ফিজি ও বারাকার ওপরের মালভূমিতে শনিবারও কঙ্গো সরকারপন্থী স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে এম২৩-এর সংঘর্ষ চলেছে।

এম২৩ দক্ষিণ কিভু প্রদেশে অগ্রযাত্রা অব্যাহত রাখায়, উভয় শহরই এখন এম২৩ ও তাদের মিত্র টুইরওয়ানেহো মিলিশিয়ার একত্রিত হওয়ার আশঙ্কার মুখে রয়েছে।

বুরুন্ডির সামরিক সূত্র জানায়, উভিরা দখলের পর কয়েক হাজার বুরুন্ডিয়ান সেনা মালভূমিতে আটকা পড়ে এবং বুধবার তাদের বারাকা শহরের দিকে পিছু হটার নির্দেশ দেওয়া হয়। অঞ্চলটির দুর্গম পাহাড়ি সড়ক ধরে পশ্চাদপসরণের সময় টুইরওয়ানেহো যোদ্ধারা বুরুন্ডিয়ান সেনাদের হয়রানি করছে, যেখানে গোলাবারুদ পুনরায় সরবরাহের কোনো সুযোগ নেই।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম প্রধান জ্যঁ-পিয়ের লাক্রোয়া সতর্ক করে বলেন, এম২৩-এর অগ্রযাত্রা ‘ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এমন একটি আঞ্চলিক অগ্নিসংযোগের আশঙ্কা পুনরুজ্জীবিত করেছে’ এবং বিশাল ডিআর কঙ্গোর বলকানীকরণের সম্ভাবনার কথাও তোলেন।