শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামাজ আদায়ের একটি দৃশ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে বিকৃত করে ভিডিওটি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, তারেক রহমানের নামাজ আদায়ের একটি দৃশ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিকৃত করে ভিডিওটি তৈরি করে ছড়ানো হয়েছে। তারেক রহমানের স্বাভাবিক নামাজ পড়ার দৃশ্যকে এআই-এর সাহায্যে বিকৃত করে অপপ্রচার শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, একাধিক এআই কন্টেন্ট শনাক্তকারী টুলের বিশ্লেষণে ভিডিওটি এআই-সৃষ্ট বলে শনাক্ত করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট-চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।