বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৬

ভারতের ভিডিও প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সনাক্ত : ফ্যাক্টওয়াচ

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস): ‘নারীকে পেটাচ্ছেন বিএনপি নেতা’ দাবিতে ভারতের একটি ভিডিও প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব ও বিভ্রান্তি ছড়ানো সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, ‘নারীকে পেটাচ্ছেন বিএনপি নেতা’ দাবিতে ভারতের ভিডিও প্রচার সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, 'সম্প্রতি ফেসবুকে এক নারীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। এর ক্যাপশনে দাবি করা হচ্ছে ‘বিয়েতে রাজি না হওয়ায় বিএনপি নেতা এক নারীকে চুরির অপবাদ দিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছে।’ কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের। তাজিমুল নামের স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা কর্তৃক একজন নারীকে মারধরের দৃশ্য।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে সনাক্ত হয় যে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে জানার জন্য একে ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ঞরসবং ঘড়ি এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটির অনুরূপ একটি ভিডিও পাওয়া যায়। ২০২৪ সালের ১ জুলাই আপলোডকৃত ভিডিওতে উল্লেখ করা হয় যে ভারতের পশ্চিমবঙ্গে রাস্তা থেকে যাওয়ার সময় এক দম্পতির উপর জনসম্মুখে এক ব্যক্তি হামলা করে। 

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় ঘটেছে। এছাড়াও, এই রিপোর্টে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এর  বরাত দিয়ে উল্লেখ করা হয় যে ঘটনাটি উত্তর দিনাজপুরে ঘটেছে এবং আক্রমণকারী হচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন নেতা চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের সহযোগী তাজিমুল।

ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের একটি স্থানীয় সালিশি সভার দৃশ্য বলে প্রমানিত হয়েছে। ফ্যাক্টওয়াচ ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।