শিরোনাম

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ফেসবুক ব্যবহারকারী জয়ের আইনজীবী হিসেবে মনজুর আল মতিনের নাম বা ছবি শেয়ার করলেও, প্রকৃতপক্ষে এই আইনজীবী হচ্ছেন মো. মনজুর আলম।
ফ্যাক্টওয়াচ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। এই মামলায় জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক আছেন। পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে একজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম ও পরিচিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক ফেসবুক ব্যবহারকারী জয়ের আইনজীবী হিসেবে মনজুর আল মতিনের নাম বা ছবি শেয়ার করলেও, প্রকৃতপক্ষে এই আইনজীবী হচ্ছেন মো. মনজুর আলম।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে।
ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।