বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ২০:২৯

আওয়ামী লীগের পতনের পর প্রোপাগান্ডা ছড়াচ্ছে ১৫টি ভুয়া নিউজসাইট: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর থেকে অপতথ্য, ভুয়া তথ্য ও ষড়যন্ত্রতত্ত্ব প্রচারের উদ্দেশ্যে ১৫টি ভুয়া নিউজসাইট প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে কাজ করছে।

বিভ্রান্তি ছড়ানোর এই অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর থেকে অপতথ্য, ভুয়া তথ্য ও ষড়যন্ত্রতত্ত্ব প্রচারের উদ্দেশ্যে পরিচালিত ১৫টি ভুয়া নিউজসাইট শনাক্ত করা হয়েছে। সংবাদমাধ্যমের আদলে তৈরি এই সাইটগুলো প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে কাজ করছে বলে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।