শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ২০২৬ সালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে নয় দিবসে ছুটি বাতিল করা হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সঠিক নয় বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে ২১ ফেব্রুয়ারিসহ নয়টি দিবসে ছুটি বাতিল করা হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, যে নয়টি দিবসের ছুটি বাতিল হয়েছে মর্মে খবর প্রকাশিত হয়েছে, সেগুলো শুক্র ও শনিবারে পড়েছে। এর মধ্যে সরস্বতী পূজা, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, ও শুভ জন্মাষ্টমী শুক্রবারে, এবং শবে মেরাজ, ২১ ফেব্রুয়ারি, মধু পূর্ণিমা, শুভ মহালয়া শনিবারে পালিত হবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে এই দিবসগুলোতে স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে ছুটি থাকবে। তাছাড়া প্রজ্ঞাপনে ছুটির তালিকাতেও এসব দিবস রাখা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।