শিরোনাম

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : হবিগঞ্জ ইসকন মন্দিরে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দাবি করা হয়েছে যে হবিগঞ্জ ইসকন মন্দিরে তৌহিদী জনতা আগুন দিয়েছে।
তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মূলত রান্নাঘর থেকে। মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী বাংলাফ্যাক্টকে বলেন, দাবিটি সঠিক নয়, এটি গুজব।
বাংলাফ্যাক্ট জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারতভিত্তিক কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, পাশাপাশি দেশের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে।
ইতোমধ্যে বাংলাফ্যাক্ট শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে। প্রতিষ্ঠানটি দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।