বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ১২:২৭

ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় আগুনে বাসচালক নিহতের দাবিতে যমুনা টিভির ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। 

ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।


ফ্যাক্টওয়াচ জানায়, ‘যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।’

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে সাতক্ষীরায় আগুনে বাসচালক নিহতের দাবিতে যমুনা টিভির এই ভুয়া ফটোকার্ড শনাক্ত করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। 

এ সব বিষয় নজরে এলে, ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।