বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২

ভিন্ন ঘটনার পুরনো ছবি খাগড়াছড়ির বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ছবি ছড়িয়ে খাগড়াছড়ির বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

সংস্থাটি জানায়, চলমান অস্থিরতা ও সহিংসতার মধ্যে ফেসবুকে আহত এক সেনা সদস্যের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, তাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন ধরে নিয়ে প্রায় দুই ঘন্টা নির্যাতন করেছে।

কিন্তু তদন্তে দেখা যায়, এই দাবি সঠিক নয়। ওই সেনা সদস্যের আহত হওয়ার ঘটনা ঘটেছিল গত ২২ জুলাই, রাজধানীর সচিবালয় এলাকায়।

ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত। 

দেশের ভুয়া খবর ও গুজব প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে ফ্যাক্টওয়াচ নিয়োজিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্টওয়াচ গুজব চিহ্নিত করে সত্য তুলে ধরার মাধ্যমে প্রতিরোধে কাজ করে যাচ্ছে।